সমাজসেবা অধিদফতর
উপজেলা সমাজসেবা কার্যালয়,মনিরামপুর , যশোর।
সিটিজেন চার্টার
কার্যক্রম |
সেবা |
সেবা গ্রহণকারী |
সেবাপ্রদানেরসময়সীমা: |
|
দারিদ্র বিমোচন
|
|
|||
১.পল্লী সমাজসেবা কার্যক্রম
|
|
|
|
|
২.পল্লী মাতৃকেন্দ্র |
|
|
|
|
৩.এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম
|
৫ হাজার থেকে ২০ হাজার টাকা ক্ষুদ্রঋণ; এসিডদগ্ধ দরিদ্র ব্যক্তিকে এককালীন ৫,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত অনুদান
|
নিম্ন আয়ের এসিড দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তি যাদের মাথাপিছু বার্ষিক গড় আয় ৬০,০০০ টাকার ঊর্ধ্বে নয় |
কার্যক্রম বাস্তবায়ন কমিটির কর্তৃক উপযুক্ত ঋণ গ্রহীতা নির্বাচন পর ১৫ কর্ম দিবস; পুনবিনিয়োগ/২য়/৩য় পর্যায়ের ঋণ প্রদান, নির্বাচন পর ১০ দিন।
|
|
বয়স্ক ভাতা |
দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্কজনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধিরলক্ষ্যে ১৯৯৭-৯৮ অর্থ বছরে ‘বয়স্কভাতা’ কর্মসূচি প্রবর্তন করা হয়। বর্তমানে মাসিক ৫০০/- হারে ভাতা প্রদান করা হয়। |
ভাতা প্রাপ্তির যোগ্যতা ও শর্তাবলী (১) সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে;(২) জন্ম নিবন্ধন/জাতীয় পরিচিতি নম্বর থাকতে হবে;(৩) বয়স পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন ৬৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন ৬২ বছর হতে হবে।সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত বয়স বিবেচনায় নিতে হবে; (৪) প্রার্থীর বার্ষিক গড় আয় অনূর্ধ ১০,০০০ (দশ হাজার) টাকা হতে হবে;(৫) বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।বিঃ দ্রঃ বয়স নির্ধারণের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, এসএসসি/সমমান পরীক্ষার সনদপত্র বিবেচনা করতে হবে। এক্ষেত্রে কোন বিতর্ক দেখা দিলে সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলেবিবেচিত হবে। ভাতা প্রাপ্তির অযোগ্যতা(১) সরকারি কর্মচারী পেনশনভোগী হলে;(২) দুঃস্থ মহিলা হিসেবে ভিজিডি কার্ডধারী হলে;(৩) অন্য কোনোভাবে নিয়মিত সরকারী অনুদান/ভাতা প্রাপ্ত হলে;(৪) কোনো বেসরকারি সংস্থা/ সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিতভাবে আর্থিক অনুদান/ ভাতা প্রাপ্ত হলে।
|
|
|
বিধবা ও স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলা ভাতা |
১৯৯৮-৯৯ অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সমাজসেবাঅধিদফতররের মাধ্যমে বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলাদের ভাতাকর্মসূচি প্রবর্তন করা হয়। বর্তমানে মাসিক ৫০০/- হারে ভাতা প্রদান করা হয়। |
ভাতা প্রাপকের যোগ্যতা ও শর্তাবলী: ১. সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে;২. জন্ম নিবন্ধন/জাতীয় পরিচিতি নম্বর থাকতে হবে;৩. বয়ঃবৃদ্ধা অসহায় ও দুঃস্থ বিধবা বা স্বামী পরিত্যক্তা মহিলাকে অগ্রাধিকার প্রদান করা হবে;৪. যিনি দুঃস্থ, অসহায়, প্রায় ভূমিহীন, বিধবা বা স্বামী পরিত্যক্তা এবং যার ১৬ বছর বয়সের নীচে ২টি সন্তন রয়েছে, তিনি ভাতা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন;৫. দুঃস্থ, দরিদ্র, বিধবা ও স্বামী পরিত্যক্তাদের মধ্যে যারা প্রতিবন্ধী ও অসুস্থ তারা ভাতা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন;৬. প্রার্থীর বার্ষিক গড় আয়ঃ অনূর্ধ ১২,০০০ (বার হাজার) টাকা হতে হবে;৭. বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।
|
|
|
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি |
সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদ দায়-দায়িত্বের অংশ হিসেবে ২০০৫-০৬ অর্থ বছর হতে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচি প্রবর্তন করা হয়। বর্তমানে মাসিক 7০০/- হারে ভাতা প্রদান করা হয়।
*প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি |
ভাতা প্রাপকের যোগ্যতা ও শর্তাবলী: ১. সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে;২. প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ অনুযায়ী সমাজসেবাকার্যালয় হতে নিবন্ধন ও পরিচয়পত্র গ্রহণ করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তি যেজেলার স্থায়ী বাসিন্দা সে জেলা হতে নিবন্ধন ও পরিচয়পত্র গ্রহণ করবেন;৩. মাথাপিছু বার্ষিক আয় ৩৬,০০০ (ছত্রিশ হাজার) টাকার উর্ধে নয় এমন প্রতিবন্ধী ব্যক্তিগণ;৪. আবেদনকারীকে অবশ্যই দুঃস্থ প্রতিবন্ধী হতে হবে;৫. ৬ (ছয়) বছরের উর্ধে সকল ধরণের প্রতিবন্ধীকে ভাতা প্রদানের জন্য বিবেচনায় নিতে হবে;৬. বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।
|
|
|
দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি
|
বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীরদক্ষতা বৃদ্ধি ও আয়বর্ধনমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করে তাদের সমাজেরমূলস্রোতধারায় আনয়ন |
*স্কুলগামী দলিত, হরিজন ও বেদে শিক্ষার্থীদের শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যেলক্ষ্যে ৪ স্তরে (জনপ্রতি মাসিক প্রাথমিক ৩০০, মাধ্যমিক ৪৫০, উচ্চমাধ্যমিক ৬০০ এবং উচ্চতর ১০০০ টাকা হারে) উপবৃত্তি প্রদান ; *৫০ বছর বা তদুর্ধ্ব বয়সের অক্ষম ও অসচ্ছল ব্যক্তিকে বিশেষ ভাতা জনপ্রতি মাসিক ৪০০ টাকা প্রদান। |
|
|
ক্যাপিটেশন গ্রান্ট
|
বেসরকারিভাবে এতিমখানাসমূহ প্রথমতঃ স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ(নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১ অনুযায়ী নিবন্ধন প্রদান এবং পরবর্তীতেনিবন্ধন প্রাপ্ত বেসরকারি এতিমখানাসমূহের শিশুদের প্রতিপালন, চিকিৎসা এবংশিক্ষা প্রদানের জন্য আর্থিক সহায়তা করা হয় যা ক্যাপিটেশন গ্রান্ট নামেপরিচিত। |
বেসরকারি এতিমখানার ৫-৯ বছর বয়সী এতিম অর্থ্যাৎ পিতৃহীন বা পিতৃমতিৃহীন দরিদ্র শিশুর শতকরা ৫০ ভাগ শিশু। |
|
|
ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যরালাইজড ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা
|
যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যরালাইজড ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা কর্মসূচিটি ২০১৩-১৪ অর্থ বছর হতে চালু হয়েছে।
|
ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যরালাইজড ও জন্মগতহৃদরোগে আক্তান্ত গরীব রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচিতে সমগ্র বাংলাদেশেকার্যক্রম পরিচালনা করা হচ্ছে। |
|
|
সেবা ও কমিউনিটি ক্ষমতায়ন
|
|
|||
রোগীকল্যাণ সমিতি
|
সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগকে সম্পৃক্ত করার লক্ষ্যেহাসপাতাল সমাজসেবা কার্যক্রমকে জোরদারকরণের জন্য প্রতিটি হাসপাতালে আইনঅনুযায়ী নিবন্ধিত রোগীকল্যাণ সমিতি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যমানরয়েছে। এ সংগঠন ১৯৬১ সনের ৪৬ নং ‘স্বেচ্ছামূলক সমাজকল্যাণ প্রতিষ্ঠান(রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অর্ডিন্যান্স’ এর আওতায় নিবন্ধিকৃত। সংগঠনটিসরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্ট সমাজকর্মী, দানশীল ওবেসরকারি ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত। |
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে ভর্তিকৃত রোগী |
|
|
স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ
|
সমাজসেবা অধিদফতর থেকে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ওনিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১ ও সংশ্লিষ্ট বিধি, ১৯৬২ এর আওতায় স্বেচ্ছাসেবীসংস্থা ও প্রতিষ্ঠান নিবন্ধন প্রদান করা হয়ে থাকে |
সমাজসেবা অধিদফতর হতে ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ(নিবন্ধন ও নিয়ন্ত্রণ) ৪৬ নং অধ্যাদেশের আওতায় বিভিন্ন বেসরকারিস্বেচ্ছাসেবি সংস্থা/প্রতিষ্ঠান নিবন্ধন প্রদান করা হয়ে থাকে। |
|
|
|
|
|
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস