Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
dead news
Details

শোকবার্তা

অতীব দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, যশোর জেলাধীন উপজেলা সমাজসেবা কার্যালয়, মনিরামপুর, যশোর-এ কর্মরত ইউনিয়ন সমাজকর্মী জনাব মোঃ মশিয়ার রহমান, পিতা মৃত-জবেদ আলী। গ্রামঃ শ্যামকুড়, পোঃ চিনাটোলা, উপজেলাঃ মনিরামপুর, যশোর।  তার জন্ম ১৪/০৭/১৯৭৬ খ্রিঃ তারিখঃ এবং চাকুরীতে প্রথম  যোগদান করেন, নৈশ প্রহরী হিসাবে ২০/০৫/২০০১ খ্রিঃ তারিখঃ এবং পদোন্নতি পেয়ে ০৮/০৯/২০১৬ খ্রিঃ ইউনিয়ন সমাজকর্মী হন।  তিনি হৃদরোগ জনিত কারণে বিগত ১৯/০৭/২০১৯ খ্রিঃ তারিখঃ বিকাল আনুমানিক ৩.৩০ ঘটিকায়, নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

তিনি দীর্ঘ ১৮ বছর চাকুরীকালে সততা, নিষ্ঠা, ও আন্তরিকতার  সাথে দায়িত্ব পালন করেন।ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন। মৃত্যূকালে তিনি এক স্ত্রী ও দুইটি কন্যা সন্তান রেখে গেছেন।

 

তার এ অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

 

(মোঃ রোকনুজ্জামান)                                                 উপজেলা সমাজসেবা অফিসার                                               মনিরামপুর,যশোর।

  ‡dvbt(04227-78129)

       usso.maniramrur.jsr@gmail.com

 

 

অবগতির জন্য অনুলিপি প্রেরন করা হলো।

  1. মহা-পরিচালক, সমাজসেবা অধিদফতর, ঢাকা।
  2. পরিচালক (প্রশাসন ও অর্থ) সমাজসেবা অধিদফতর, ঢাকা।
  3. পরিচালক বিভাগীয় সমাজসেবা কার্যালয়, খুলনা।
  4. উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, যশোর।
Images
Attachments
Publish Date
03/09/2019
Archieve Date
10/09/2019